আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। ছোটখাট কাজ যেমন লোডশেডিংএর সময় ইউপিএসে CRT মনিটর চালু হবেনা। আমি শুধু সিপিইউ ও প্রিন্টার চালু করেই ছোটখাট প্রিন্ট এর কাজ সারতে পারি। আবার এটার অপব্যবহারও আছে। একজন আমার পিসিতে গান শুনছে। আমি বাইরে বসে আমার কাজ (!!!) করছি। সে বলছে ভাইয়া তোমার কম্পিউটার এরকম করছে ক্যান? আমি বললাম ভুতে icon biggrin মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে। | Techtunes ধরেছে।
চলুন প্রথমেই সফটওয়ারটি ডাউনলোড করি। ডাউনলোড করতে…………. ও হাঁ তার আগে আপনি দৌড়ে মার্কেটে যান। ১৩০-২০০ টাকার মধ্যে একটি Bluetooth ডিভাইস কিনে আনেন। কম্পিউটার অথবা মোবাইলের দোকানেই পাবেন। যদি আপনার আগে থেকেই থাকে তবে কোন সমস্যা নাই। আপনার নিজস্ব কিছু কাজ সেরে নিন যেমন Bluetooth ডিভাইসটির ড্রাইভার+অ্যাপ্লিকেশন ইনষ্টল, সেট কানেক্ট করা ইত্যাদি।
ইনষ্টল করুন। সেটাপ হবার পর টাক্সবারের কোনায় এরকম চিন্থ দেখতে পাবেন।
সেখানে ক্লিক করে Install Phone Client এ ক্লিক করুন। যে জাভা সফটওয়ার দুটি দেখাবে এর একটিকে আপনার মোবাইলে ইনষ্টল করুন।
এবার মোবাইলে সফটওয়ারটি চালু করুন। তারপর Search এ ক্লিক করে কানেক্ট করুন। কানেক্ট হলে আপনি নিচের অপশনগুলো দেখতে পাবেন।
এবার বেছে নিন আপনি কোনটা চান আর সেটা ব্যাবহার করুন । এর মধ্যে Mouse Controllar সিলেক্ট করলে আপনি আপনার ডেক্সটপটিকেই মোবাইলের মনিটরে দেখতে পাবেন। অ্যারো কি/জয়স্টিক দিয়ে মাউস অপারেট করুন। ল্যান্ডস্কেপ করতে চাইলে # বাটন চাপুন। । এবার মনিটরটি বন্ধ করে সবাইকে চমকে দিন। কারন আপনার মোবাইলটাই যে কম্পিউটার হয়ে গেছে!!
***সফটওয়ারটি চালানোর সময় .net fremwork চাইতে পারে। যদি চায় তবে এখান থেকে ডাউনলোড করে সেটাপ দিয়ে নিন।