Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

আপনার নকিয়া ফোনটি কোন দেশের?


আপনি যদি নোকিয়া ফোন অনেকদিন থেকে ব্যবহার করে থাকেন তাহলে আসুন এই ফোনটির বিষয়ে ময়নাতদন্তবা খুঁটিনাটি সব বিষয়জানার চেষ্টা করি।

► আপনার নোকিয়া মোবাইলটি আসলে কোন দেশে তৈরি???
► আসল নাকি নকল !!!

বিরক্ত হবেনা বা যারা এটাজানেন,তারা অন্যকে জানার সুযোগ সৃষ্টিকরে দিন। এটাএই জন্যই বলছি, কারন এই পোস্টটি আপনারা ইতিপূর্বে ফেইসবুকের বাংলা যেকোনো পেইজের কল্যাণে জানতেও পারেন।
জানার কোন শেষ নাই, তাই আপনি এই পোস্টটি আগে থেকেজানলে অন্যকে জানানোর দায়িত্ব নিন।
যেভাবে কাজটি করবেনঃ-

১.প্রথমে আপনার Nokia মোবাইল এ*#০৬# চেপে IMEI নাম্বার বের করুন।
(কাগজে অথবা প্যাড এ টুকে রাখুন)
২.এখানে ৭ম এবং ৮ম নাম্বার টি দ্বারা আপনি জানতে পারবেন মোবাইলটা কোন দেশের তৈরী।
** নাম্বার দুইটা যদি 00হয় তাহলে বুঝবেন এই মোবাইলটা অরিজিনাল নোকিয়া সেন্টারের।
**নাম্বার দুইটা যদি 10,70, 91 বা 01, 07, 19 হয় তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
**02 বা 20 হলে বুঝবেন এটা জার্মানি বা আরবআমিরাতের।
**30 বা 03 হলে কোরিয়ার।
** 40 বা 04 হলে চায়নার।
** 50 বা 05 হলে ব্রাজিলবা যুক্তরাষ্ট্রের।
** 60 বা 06 হলে হংকং বা ম্যাক্সিকোর।
**80 বা 08 হলে হাঙ্গেরি।
** 13 বা 31 হলে এটি আজারবাইজানের তৈরি।

এবার বের করে ফেলুন আপনার Nokia ডিভাইসটি কোন দেশের তৈরি!!!
আর নতুন যারা কিনবেন তারাকেনার সময় দেখে নিন আপনাকে যেটা দেওয়াহচ্ছে সেটা কোন দেশে তৈরি করা হয়েছিল!!!

যেমনঃ 359570 [01] 4057763
এটা দেখে বোঝা যাচ্ছে এই ফোনটি ফিনল্যান্ডের তৈরি।


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *