এড্রেসবারে ‘google’ টাইপ করে এখন কীবোর্ড হতে ‘Ctrl’ চেঁপে ‘Enter’ দিলেই এড্রেসবারে চলে আসবে ‘www.google.com’।
কিন্তু যদি এমন হয় ‘www.goog.net’ এবং ‘www.google.org’ ইত্যাদি শর্টকাটে দেয়ার সুভিধা!
হ্যা! শুধুমাত্র মজিলাতেই এই সুবাধিটি রয়েছে।
আপনি মজিলার এড্রেসবারে ‘google’ টাইপ করে কি বোর্ড হতে ‘shift’ চেঁপে ‘Enter’ বাটনে চাঁপ দিলেই চলে আসবে ‘http://www.google.net/’
আবার ‘shift’ বাটনের সাথে আপনি যদি ‘Ctrl’ বাটন চেঁপে ধরে ‘Enter’ বাটন চাঁপেন, তাহলে আসবে ‘http://www.google.org/’।