অনেক দিন অপারেটিং না দিলেও পিসি স্লো হয়ে যায়। কিন্তু ইচ্ছা করলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এজন্য প্রতিদিন অনুসরণ করতে হবে কিছু টিপস। এর মাধ্যমেই বেড়ে যাবে কম্পিউটারের গতি।
* প্রথমেই Start বাটন থেকে Run এ যান। Run এ গিয়ে tree লিখে Enter চাপুন। দেখবেন কমান্ড প্রম্পটের মত একটি কালো উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে দ্রুত চলে যাবে।
Tree ব্যবহারের ফলে আপনার পিসির সবগুলো ফাংশন দ্রুত কাজ করবে।
* যারা Windows Seven ব্যবহার করেন তারা Start এ গেলেই Run অপশনটি পাবেন না। তাদেরকে যেতে হবে: Start> All programs> Accessories> Run।
* এরপর আবার Start এ ক্লিক করে Run এ যান Prefetch লিখে Enter চাপুন। এখন যে ফাইলগুলো ওপেন হবে সব Delete করে দিন।
* একইভাবে, Run এ গিয়ে যথাক্রমে recent, temp, %temp% লিখে Enter চাপুন। ওপেন হওয়া ফাইলগুলো Delete করে দিন।
কম্পিউটারের গতি বাড়িয়ে স্বাচ্ছন্দে কাজ করতে প্রতিদিন এই টিপসগুলো অনুসরণ করুন আর বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের গতি।