Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

কোন extension ছাড়াই গুগল ক্রোমে একাধিক লগইন করুন একই সাইটে

এখনকার সময়ের সবচয়ে জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। সাধারণত আপনি একই ব্রাউজারে একই সাইটে দুটি লগইন করতে পারবেন না। যেমন আ্পনি গুগল ক্রোম দিয়ে একই ফেইসবুক বা মেইলে একই সময়ে একাধিক একাউন্টে লগইন করতে পারবেন না। যতই চেষ্টা করুন আপনাকে শুধু মাত্র একটিতে লগইন করতে দিবে।

আজ দেখুন কোনরূপ extension ছাড়াই গুগল ক্রোমে কিভাবে একই সাইটে একই সময়ে অনেকগুলো আইডিতে প্রবেশ করবেন।

আমি উদাহরণ দিচ্ছি ফেইসবুক দিয়ে :

প্রথমে আপনার ফেইসবুক একাউন্টে প্রবেশ করুন।

Setting Icon > New incognito Window বা Ctrl+Shift+N চাপুন।

তাহলে আরেকটি উইন্ডোজ ওপেন হবে। এবার আপনি আরেকটা ফেইসবুক একাউন্ট লগইন করুন।

[Image: 540883_373646059341854_282491691790625_1...9519_n.jpg]



Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *