Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

গুগল প্র্যান্ক : গুগলের কিছু অস্তিত্বহীন অদ্ভুত সার্ভিস

মাঝে মাঝে গুগল তার গ্রাহক দের বোকা বানানোর জন্য অনক অদ্ভুত সার্ভিসের ঘোষনা দেয় ।চলুন গুগলের প্র্যান্ক গুলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই । এগুলো হল গুগলের এপ্রিল ফুল বানানোর বা এপ্রিল ফুল পালন করার কায়দা ।
[Image: lunar_cheese.jpg]
১. Google MentalPlex: এটি ছিল গুগলের 2000 সালের প্র্যান্ক । এর দ্বারা একটি চক্রাকার ছবির দিকে তাকিয়ে থাকলে গুগলনিজেই আপনার মন পড়ে নিবে , সার্চের জন্য আর টাইপ করতে হবে না ! এর সাইট http://www.google.com/mentalplex/ এবং ব্যবহার পদ্ধতি পাবেনhttp://www.google.com/mentalplex/MP_illustrations.html তে ।

২. Google Job Opportunities : এটি ছিল গুগলের 2004 সালের প্র্যান্ক । এর দ্বারা গুগলর চাঁদের অফিসে চাকরির আবেদন চাওয়া হয়েছিল । সাইটhttp://www.google.com/jobs/lunar_job.html ।

lunar cheese গুগল প্র্যান্ক : গুগলের কিছু অস্তিত্বহীন অদ্ভুত সার্ভিস | Techtunes

৩. Google Gulp : এটি ছিল গুগলের 2005 সালের প্র্যান্ক । এটি হল এক প্রকার শক্তিবর্ধক পানীয় । এটি পান করলে ব্যবহারকারীর DNA তে উন্নয়ন হবে ও সে আরো ভাল করে গুগল সা্র্চ ইন্জিন ব্যবহার করতে পারবে ! সাইট http://www.google.com/googlegulp/ ।

৪. Gmail Paper : এটি ছিল গুগলের 2007 সালের প্র্যান্ক । এর দ্বারা জিমেইলের ইমেইলগুলোকে বিনামূলে প্রিন্ট করে দেয়া হবে ! এবং পৃষ্টার পিছে বিজ্ঞাপন দেয়া থাকবে । সাইটhttp://mail.google.com/mail/help/paper/index.html ।

৫. Google TiSP : এতে নাকি পয়ঃনিস্কাশন লাইন দিয়ে ইন্টারনেট সেবা দেয়া হবে ! সাইট http://www.google.com/tisp/ । এটি যে প্র্যান্ক তা বুঝতে এই পৃষ্টাটি পড়ে দেখুনhttp://www.google.com/tisp/notfound.html ।

৬. gDay: এটি অস্ট্রেলিয়ার জন্য বিশেষ সার্চ ইন্জিন যা কোন পেজ তৈরী হওয়ার 24 ঘন্টা আগেই দেখা যাবে ! সাইটhttp://www.google.com.au/intl/en/gday/press.html ।

৭. Google Wake Up Kit: এটি ছিল ক্যালেন্ডার ভিত্তিক সার্ভিস , যা আপনাকে ঘুম থেকে উঠতে সাহায্য করবে ! সাইটhttp://www.google.com/googlecalendar/new_wakeup.html ।

৮. AdSense for conversations: এটা দ্বারা নেটে কথা বলার সময় স্ক্রিনের উপরে ওই বিষয়ের বিজ্ঞাপন দেখা যাবে ! সাইটhttp://adsense.blogspot.com/2008/04/intr…tions.html ।

৯. Gmail Custom Time : এর দ্বারা অতীতে মেইল পাঠানো যাবে ও মার্ক এজ রিড ও দিয়ে দেয়া যাবে ! সাইটhttp://mail.google.com/mail/help/customtime/index.html ।

এগুলো সবই গুগলের নকল সার্ভিস অর্থাৎ শুধু বোকা বানানোর উদ্বেশ্যে বলা হেছিল । এমন আরো অনেক সার্ভিসের তথ্য পাবেন উইকিপিডিয়ায় ।



Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *