ব্যুরো রিপোর্ট,এবিপি আনন্দ
Monday, 09 July 2012 09:40
নয়াদিল্লি: নেট দুনিয়ায় ফের ভাইরাস আতঙ্ক৷ ডিএনএস চেঞ্জার ভাইরাসের হানায় আজ বিশ্বজুড়ে বন্ধ হয়ে যেতে পারে কয়েক লক্ষ কম্পিউটারের ইন্টারনেট সংযোগ৷বেশ কয়েকবছর ধরেই নেট জগতে সক্রিয় রয়েছে এই ভাইরাস৷ ভাইরাসের আক্রমণ ঠেকাতে কিছু অস্থায়ী সার্ভারও তৈরি হয়েছিল৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবকটি আক্রান্ত সার্ভার বন্ধ করে দিয়েছে৷ এর ফলে বিশ্বজুড়ে যে সমস্ত কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত তাদের ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হবে৷ কম্পিউটার থেকে ভাইরাস মুছে দিলে তবেই ফের ইন্টারনেট সংযোগ সম্ভব হবে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন্টারনেটে উপলব্ধ অ্যান্টি ভাইরাস টুল কম্পিউটারে রান করালে সহজেই ডিএনএস চেঞ্জারকে মুছে ফেলা সম্ভব হবে৷
কিন্তু কী এই ভাইরাস, কীভাবে মুক্তি পাওয়া যাবে এই ভাইরাসের জাল থেকে?
- ভাইরাসের নাম- ডিএনএস চেঞ্জার বা ডোমেন মেইন সিস্টেম চেঞ্জার
- বিশ্বের অন্তত ৩ লক্ষ কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
- ভারতের প্রায় ২০ হাজার কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
- রাশিয়ার কয়েকজন সাইবার হ্যাকার এই ভাইরাস তৈরি করেন
- মার্কিন সংস্থা এফবিআই বা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিএনএস চেঞ্জার এই ভাইরাসকে নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও সক্ষম হয়নি
- ৯ জুলাই এফবিআই সমস্ত ভাইরাস আক্রান্ত সার্ভার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে
সার্ভার বন্ধ করায় কী হবে?
- সার্ভার বন্ধ করে দেওয়ার ফলে কোনও ভাইরাস আক্রান্ত কম্পিউটার থেকে আর ইন্টারনেট খোলা যাবে না৷
- কম্পিউটার থেকে ভাইরাস মুছে দেওয়ার পরই ফের ইন্টারনেট ব্যবহার করা যাবে
কী ক্ষতি করে ডিএনএস চেঞ্জার ভাইরাস?
- কম্পিউটারে এই ভাইরাস থাকলে ইন্টারনেটের মাধ্যমে কোনও ওয়েবসাইটে ঢোকার সময় ভাইরাস আইপি অ্যাড্রেস বদলে দেয়৷ ফলে ইন্টারনেট ব্যবহার করা যায় না৷
কতটা ছড়িয়ে পড়েছে ডিএনএস চেঞ্জার?
- বিশ্বের ৩ লক্ষ কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
- আমেরিকা- ৭০ হাজার কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
- ইতালি- ২৭ হাজার কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
- ভারত- ২০ হাজার কম্পিউটার ডিএনএস চেঞ্জার আক্রান্ত
কীভাবে জানা যাবে কম্পিউটারে ডিএনএস চেঞ্জার ভাইরাস আছে কিনা?
কম্পিউটার থেকে ‘www.dns-ok.ca/‘ ওয়েবসাইটে যেতে হবে৷ ওয়েবপেজের একদম নিচে ‘I Agree’ বলে যে ‘option’ থাকবে তাতে ক্লিক করতে হবে৷ এরপর যে পাতাটি খুলবে তা সবুজ রঙের হলে কম্পিউটার বিপদমুক্ত৷ কিন্ত পাতার রঙ যদি লাল হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত৷
কীভাবে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা যাবে ?
যে কোনও ভাল অ্যান্টি ভাইরাসের সাহায্যে ভাইরাস মুছে দেওয়া সম্ভব৷ ইন্টারনেট থেকে ফ্রি অ্যান্টি ভাইরাস টুল ডাউনলোড করে তা কম্পিউটারে রান করালে ভাইরাস মুছে যাবে৷
ফ্রি ভাইরাস স্ক্যান করেও ভাইরাস মোছা যাবে৷
ডিএনএস চেঞ্জার ওয়ার্কিং গ্রুপের ওয়েবসাইট ‘www.dcwg.org/fix/‘ -এও ভাইরাস মোছার জন্য ফ্রি টুল পাওয়া যাচ্ছে৷
কম্পিউটার থেকে ‘www.dns-ok.ca/‘ ওয়েবসাইটে যেতে হবে৷ ওয়েবপেজের একদম নিচে ‘I Agree’ বলে যে ‘option’ থাকবে তাতে ক্লিক করতে হবে৷ এরপর যে পাতাটি খুলবে তা সবুজ রঙের হলে কম্পিউটার বিপদমুক্ত৷ কিন্ত পাতার রঙ যদি লাল হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত৷
কীভাবে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা যাবে ?
যে কোনও ভাল অ্যান্টি ভাইরাসের সাহায্যে ভাইরাস মুছে দেওয়া সম্ভব৷ ইন্টারনেট থেকে ফ্রি অ্যান্টি ভাইরাস টুল ডাউনলোড করে তা কম্পিউটারে রান করালে ভাইরাস মুছে যাবে৷
ফ্রি ভাইরাস স্ক্যান করেও ভাইরাস মোছা যাবে৷
ডিএনএস চেঞ্জার ওয়ার্কিং গ্রুপের ওয়েবসাইট ‘www.dcwg.org/fix/‘ -এও ভাইরাস মোছার জন্য ফ্রি টুল পাওয়া যাচ্ছে৷