Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

নোটপ্যাড দিয়ে আপনার My Computer Properties এ পছন্দের ছবি যুক্ত করুন, দারুন মজার

সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নোটপ্যাড ট্রিকস্ এর টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের এমন একটি টিপস্ দিব যাতে করে আপনি আপনার My Computer Properties এ ছবি যুক্ত করতে পারবেন। আসা করছি এধরনের ছোট-মটো মজার ট্রিকস্ আপনাদের ভাল লাগবে। তাহলে শুরু করা যাক…
প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here
@lmas II
এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।
এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:WINDOWSsystem32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি নিম্নের চিত্রর মত দেখতে পারবেন।
মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন 180 x120 pixels এর মধ্যে হয়।
আসা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *