Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

পেজস্পিড বাড়াতে গুগল প্রকাশ করলো নতুন টুল

সার্চ ইন্জিন রেংকিয়ে পেজস্পিডের গুরুত্ব নিয়ে আগেও নানা পরার্মশ দিয়েছে । এবার আর পরার্মশ নয়, আপনার ওয়েব সার্ভারের জন্য চমৎকার এক টুল নিয়ে এলো গুগল । যারা Apache সার্ভারে সাইট চালান তাদের জন্য নতুন এটি মডিউল নিয়ে এলো গুগল । এটি হচ্ছে mod_pagespeed ।

এই মডিউলটি সার্ভারেযুক্ত করলে ওয়েব পেজ নিজে নিজেই পেজস্পিড-আপের জন্য অপটিমাইজড হয়ে যাবে । বারবার আলাদা আলাদাভাবে সেটিংয়ের দরকার হবে না । এটি পেজডাউনলডিং টাইম অর্ধেক নামিয়ে আনতে সক্ষম ।

যা যা করবে:

* ইমেজ রিকম্প্রেস ও অপটিমাইজ করে দ্রত লোডিং
* CMS অনুযায়ী পেজ অপটিমাইজেশন
* লোগো, ইমেজ ইত্যাদির ক্যাশ টাইম বাড়িয়ে ১বছর পূর্যন্ত করা ।

নিচের এই ভিডিওটি দ্বারা আরো ভাল করে বুঝতে পারবেন ব্যাপারটি ।

04-11-201 এক অফিসিয়াল পোষ্ট দ্বারা গুগল এই টুল সম্বন্ধে জানায় ।
http://googlewebmastercentral.blogspot.c…aster.html

সহজেই টুল নামিয়ে ইনসটল করে নিন 


http://code.google.com/speed/page-speed/download.html

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *