Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

মাইক্রোসফটের উইন্ডোজ কিন্যাক্ট

উইন্ডোজ কিন্যাক্টের পিসি ভার্সন এনেছে মাইক্রোসফট। পিসি ভার্সনের এই এক্সবক্স মোশন-সেন্সিং ডিভাইস শুধুমাত্র উন্নয়নকারী এবং ব্যবসায়ীদের ব্যবহারপোযোগী করা হয়েছে, কিন্তু গ্রাহক পর্যায়ে আছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই।  
সুত্র মতে, এক্সবক্স ৩৬০’র এই কিন্যাক্ট অনিয়মিত গেমারদেরকেও পুরোপুরিভাবে আকৃষ্ট করেছে। যদিও এ পণ্যের কাজের তালিকা এখনও অসম্পন্ন রয়েছে, তবে উন্নয়কদল এবং বিজ্ঞানীরা বলছে এর জটিল এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ সুসম্পন্ন করা হয়েছে। এই যন্ত্রের সুপ্ত সম্ভাবনাগুলো বিচার বিশ্লেষণ করে এ বছরের ফেব্রুয়ারিতে মাইক্রোসফট এ পণ্যকে উইন্ডোজ উপযোগী করে বাস্তবায়ন করে। 

বেশ কিছু সময় পর এ পণ্যের পিসি সংস্করণ উন্মুক্ত হল ভারতে।

সুত্র মতে, ‌নাম সুস্পষ্ট না হওয়ায় মাইক্রোসফট পণ্যটিকে বলছে ‘কিন্যাক্ট ফর উইন্ডোজ’। নির্মাতা প্রতিষ্ঠান আশাবাদ করছে উন্নয়কগণ এবং ব্যবসায়ীরা এই কিন্যাক্টের উচ্চ ক্ষমতার প্রযুক্তি-সম্পন্ন ফিচার ব্যবহারের সুবিধা নিতে পারবে। 

উইন্ডোজ কিন্যাক্টের খবরে যদিও বলা হচ্ছে গ্রাহক পর্যায়ে এটি আসছেনা যার কারণ দেখানো হয়েছে অ্যাপস এবং গেমের কমতি। এদিকে আলোচকরা বলছে কোড নির্মাতারা যদি সকলেই ঐকান্তিকভাবে বাস্তবায়নে এগিয়ে আসে তবে বাণিজ্যিক প্রকাশ হতে খুব একটা সময় লাগবেনা। ভারতে উইন্ডোজভিত্তিক এই কিন্যাক্টের মূল্য ২০ হাজার রুপি।   
Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *