যারা জানেন না তাদের জন্য আপনার মডেমের স্পীড বারিয়ে নিন ।
এটা প্রথম প্রথমআলো পেপার এ প্রকাশিত হয়ে ছিল । তারপর এই লিঙ্কে আমি লিখেছিলাম। তাই অল্প জা কিছু জানি আপনাদের কাছে শেয়ার করতে চাই। প্রথমে control panel -> phone and modem options এ গিয়ে আপনার মডেমটি সিলেক্ট করুন। এবার properties এ গিয়ে advance এ ক্লিক করুন। দেখবেন extra settings সেখানে কমান্ডে লিখুন AT&FX এবার কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন যে আপনার মডেম এর স্পীড যদি 236 kbps হয় তাহলে সেটা 460 kbps এ পরিণত হবে।