Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

New ওইন্ডোজ সেভেন এ পুরানো সফটওয়্যার চালানোর পদ্ধতি 

উইন্ডোজ সেভেন এ আমরা প্রায়ই পুরানো অনেক সফটওয়্যার চালাতে পারি না। এসব সমস্যা মূলত এক্সপি বা অন্য সিষ্টেমের সাপোর্ট সফটওয়্যার উইন্ডোজ সেভেন এ চালানোর সময় বলে থাকে।

লক্ষ্য করবেন একটা ম্যাসেজ দেয়: ” software has stopped working
A problem caused the program to stop working correctly. Windows will close the program and notify you if a solution is available”

এবং উইন্ডোজ সেভেন নেট থেকে সমাধান করতে পারলে সাপোর্টেড সফটওয়্যার দেয়। কিন্তু সমস্যা হলো নেটে অনেক সফটওয়্যারের আপডেট পায় না।

সে ক্ষেত্রে সফটওয়্যারটি আপনি চাইলে উইন্ডোজ সেভেন এ চালাতে পারবেন। নিচে তার খুব সাধারন সমাধান দেওয়া হলো। হয়তো অনেকের জানা নেই। 

সমাধানঃ


– প্রথমে ইন্সটল করা সফটওয়্যারটির আইকনে “right click” করে “properties” এ ঢুকুন।

– এরপর “Compatibility” ম্যানুতে চলে যান।

– সেখানে “run this program in compatibility mode in” অপশনের পাশের চেকবক্স এ ক্লিক করেন।

– এবার নিচের ছবির মতো স্ক্রল ম্যানু পাবেন।

– সেখান থেকে সফটওয়্যারটি চালু করার windows এবং প্রয়োজনবোধে service pack সিলেক্ট করেন।এবং apply দিয়ে ok করে দিন।

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *