Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

Folder hide করেন কোন software ছাড়াই…

আমরা সবাই নিজের personal information pc তে hide করে রাখতে চাই,কিন্তু নানা কারনে তা পুরোপুরি hide করতে পারিনা…
কিন্তু একটা নিয়মে hide করা যায়.. আপনার folder আপনার নির্দিষ্ট জায়গায় থাকবে, কেও তা দেখবে না..

তাহলে শুরু করা যাক……
# প্রথমে folder তৈরি করুন ।তারপর folder rename করবেন alt+255 এক সাথে চাপুন।দেখবেন কোন নাম ছাড়া folder তৈরি হয়েছে।(কোন কোন pc তে  নাম ছাড়া folder তৈরি হয় না, যে সব keyboard এর দুই পাশে সংখ্যা আছে ,সেখানে alt+right side এর সংখ্যা 255 use করবেন,আর যাদের নাই তারা on screen keyboard এর  right side এর সংখ্যা use করতে পারেন..আবার alt+1 /alt+2/alt+any number use করে নানা symbol folder এর নামে use করা যায়..)
# এখন folder-এর image পরিবর্তন করার জন্য right click করে properties-এ যান তারপর…নিচের image-গুলো লক্ষ করেন..

[Image: 16ihctk.jpg]
এখন নিচেরটা দেখুন……………

[Image: 263c3lv.jpg]

প্রথমে ডান পাশের image-এর ok চাপুন তারপর বাম পাশের image-এর ok চাপুন।ব্যস কাজ শেষ।

[Image: dp8gg8.jpg]

এখন কথা হল folder কিভাবে ফেরত পাবেন.. আপনার ফোল্ডার এর আনুমানিক অবস্থানের background-এর উপর right click করে টেনে দেখবেন একটা নিল ছোট বক্স আপনি ওই টায় click করুন আপনার ফোল্ডার পেয়ে যাবেন. YesYes

.information রাখার এরটা জায়গা পাওয়া গেলোWink



Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *