আজ আমরা উইন্ডোজ ৭ এর একটা ছোট টিপ দেখবো! কেমন হয় যদি পিসি অন হওয়ার সময় নিজের customize করা একটা message আসে?
চলেন করে ফেলিঃ
১. প্রথমে স্টার্ট মেনু তে গিয়ে রান লিখে সার্চ দিন অথবা উইন্ডোজ কী চেপে ধরে R চাপুন!
২. সার্চ বক্স এ লিখুন Regedit এবং এন্টার প্রেস করুন!
৩. ওখানে গিয়ে আপনার যাওয়ার রাস্তা হবে এইরকমঃ
HKEY_LOCAL_MACH INESOFTWAREMI CROSOFTWINDOWS Current VersionPolicie sSystem
৪. ডান পাশের বক্স এ দেখুন, আছে legalnoticecapt ion; ওপেন করুন ও আপনি মেনু বার এ যা দেখতে চান টা লিখুন।
৫. তারপর নীচেই দেখুন legalnoticetext আছে, ওপেন করে আপনার মেসেজ টি লিখুন ও ওকে দিন!
৬. Registry বন্ধ করে পিসি রিস্টার্ট দেন ও দেখুন কেমন লাগে!!
কেমন লাগলো? জানাবেন। এই টিপ উইন্ডোজ সেভেন ও earlier ভার্সন গুলোতে কাজ করবে।
ভালো থাকুন; এই কামনায় বিদায়…