Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

কিবোর্ডকে দ্রুততম করার টিপস


icon2 কিবোর্ডকে দ্রুততম করার টিপস 

দেশ ফোরামের সবাইকে সালাম। আজ আপনাদের ছোট ও সাধারন একটা টিপস দিবো যা অনেকের কাজে আসতে পারে। বিষয় বস্তু হলো “কি-বোর্ডে টাইপ করার গতি বাড়ানো”। অনেক সময় লেখালেখির সময় দেখা যায় হঠৎ কিছু টেক্সট দেরিতে আসে। মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়।

সেই সমস্যা থেকে রেহাই পেতে যা করতে হবেঃ

কম্পিউটারে দ্রুত টাইপ করার জন্য কি-বোর্ডের রিপিট রেট বাড়িয়ে নিতে হয়। কি-বোর্ডের রিপিট রেট বাড়াতে কন্ট্রোল প্যানেলে যান। এবার Keyboard-এ দুই ক্লিক করুন। এরপর Keyboard Properties ডায়ালগ বক্সের Repeat Rate বারটিকে টেনে Fast করে, ApplyOk করতে হবে।

আবার অনেক সময় লেখা আসতে দেরী করে বিশেষ করে বিভিন্ন সফটওয়্যারে ইডিটিং করতে গেলে। সেই সমস্যা থেকে বাচতে হলে Keyboard Properties ডায়ালগ বক্সের Repeat Delay বারটিকে টেনে Short করে, ApplyOk করতে হবে।


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *