Dark versionDefault version
2

Subhadip Chanda

Web Developer - Techinnovator Team

১ গিগা ম্যামরি কার্ডকে ২ গিগা করে নিন(TRANSFORM YOUR MEMORY CARD 1GB TO 2GB)

 ১ গিগা ম্যামরি কার্ডকে ২ গিগা করে নিন 
আজ আপনাদের একটা ম্যাজিকাল সফটওয়্যার শেয়ার করলাম। আশা করি সবাই একটু পর যার যার পুরানো ম্যামরি কার্ড নিয়ে ঝাপিয়ে পরবেন। 

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ১ গিগা বাইটের একটা মেমোরিকে ২ গিগাবাইট করবেন। কি বিশ্বাস হয় না??? তাহলে নিজেই পরিক্ষা করে দেখুন। 

প্রথমে নিচের লিঙ্ক থেকে ছোট সাইজের সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এবং নিচের নির্দেশিকা দেখুন।
DOWNLOAD

নির্দেশিকাঃ

প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নিন।
এবার আপনার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নিন।
এবার Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করুন।
তাহলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
এবার আপনার পিসিতে মেমোরি কার্ড লাগান।
এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দিন।

ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করুন।
তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
এবার আপনাকে জিজ্ঞাস করবে যে, আপনি ফরম্যাট করবেন কি না!
আপনি yes বাটনে ক্লিক করুন, তাহলে ফরম্যাট শুরু হবে।
ফরম্যাট করার পর এটি আপনাকে বলবে যে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
আপনি আপনার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগান।
তাহলেই আপনার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
এবার আপনি আপনার কার্ডের প্রোপার্টিজ দেখুন। এক্ষ্রত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবেন।
এবার আপনি আপনার মেমোরিটি আপনার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখুন।
এবার আপনি আপনার থেকে উইন্ডোজে ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করুন।

এবার আপনি যদি আপনার মোমোরিটিSkimedi Fix 2GB Capacityসফটওয়্যারটি দিয়ে দেখেন দেখবেন ১৯১২ মেগা বাইট।

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *